সেনবাগে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৭
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ থানা পুরিশ আলাদা অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলরসহ ৭ বিএনপি ও যুবদলের নেতাকমীকে গ্রেফতার করেছে। এরা হচ্ছেঃ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান, সেনবাগ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা হাজ¦ী মোঃ ইয়াছিন, কেশারপাড় ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মাষ্টার কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, যুবদল সভাপতি মোঃ সোহেল, কাবিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদল সভাপতি মোজাম্মেল হোসেন, কাবিলপুর ইউনিয়ন শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ। গ্রেফতারকৃদের শুক্রব্রা দুপুরে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান, থানার অফিসার ইনচাজর্ (ওসি) মিজানুর রহমান।