বেগমগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনার গাড়িতে আগুন
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌল এলাকার এটিআই’র সামনে আওয়ামীলীগের নির্বাচনী কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ জন্য বিএনপিকেই দায়ী করছে স্থানীয় আওয়ামীলীগ। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাতে এটিআই’র সামনে সিএনজি অটোরিক্সাযোগে ১৪ দলের প্রার্থী মামুনুর রশিদ কিরণের নৌকা মার্কার প্রচরনা চলছিলো । এ সময় ৫-৬ জনের একদল দূর্বৃত্ত সেখানে হামলা চালিয়ে সিএনজি অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয়। এ সময় প্রচারনার কাজে নিয়োজিত দুই কর্র্মীও আহত হয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই সিএনজি অটোরিক্সা ও মাইক জ্বলে যায়।
এ ঘটনার জন্য আওয়ামীলীগ বিএনপিকে দায়ী করে রাতেই বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ১৪ দলের প্রার্থী মামুনুর রশিদ কিরণ বলেন, আমার জয় নিশ্চিত জেনে প্রতিপক্ষের লোকজন নির্বাচন বানচাল করতে আমরা নির্বাচনী গড়িতে হামলা চালিয়ে আগুন দিয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ দিয়েছি।
অপরদিকে চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরা আগুন লাগিয়ে আমাদের আমাদের উপর দোষ চাপাচ্ছে। আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।