জীবনের নিরাপত্তা না দিলে নির্বাচনী প্রচারণা থেকে সরে যাবেন মওদুদ
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের ধানের শীষের প্রার্থী ব্যরিষ্টার মওদুদ আহমদ বলেছেন, তাঁর জীবনের কোনো নিরাপত্তা নেই। তিনি জেলা রিটার্ণিং কমকর্তা, থানার ওসি ও সেনাবাহিনীর মেজরকে জানিয়েছেন তাঁর জীবনের নিরাপত্তা না দিলে তিনি আজ (২৪ ডিসেম্বর) থেকে নির্বাচনী প্রচারণা থেকে সরে যাবেন। সোমবার দুপুর দেড়টার দিকে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গতকাল সকালে কোম্পানীগঞ্জের চরকাকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ চলাকালে তাকে বহনকারী গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করেছে আ.লীগের লোকজন। এ সময় তার ৫জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। বিষয়টি তিনি জেলা রিটার্ণিং কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর ও কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করেছেন।