নোয়াখালী-৩ আসনে নৌকার পক্ষে গণজোয়ার
স্টাফ রিপোর্টার: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরণের পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে চৌমুহনী বাজারে গণসংযোগ কালে দলীয় নেতাকর্মীদের এক বিশাল গণজোয়ার সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এবি এম জাফর উল্যাহ, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশাসহ চৌমুহনী পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীগণ। গণসংযোগকালে নেতাকর্মীরা নৌকা মার্কা ভোট চেয়ে চৌমুহনী বাজারের প্রধান প্রধান সড়কে র্যালী বের করেন। এবং বেগমগঞ্জ বাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।