বেগমগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবদুর রহিম, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক ট্রাষ্টি তপন মজুমদার, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় বেগমগঞ্জ প্রতিনিধি আনোয়ারুল করিম মানিক, চৌমুহনী ট্রাফিক ইন্সপেক্টর জয়দেব দাস প্রমুখ।