নোয়াখালী-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর গনসংযোগ
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাসান মঞ্জুর তাঁর নির্বাচনী এলাকায় গনসংযোগ করেছেন। মঙ্গলবার রাতে দলীয় নেতা-কর্মী নিয়ে উপজেলার কানকিরহাটে তিনি লাঙ্গল প্রতীকে ভোট চান।
এসময় তিনি নির্বাচিত হলে এলাকায় বেকার দুরীকরনে কলবকারখান, বাড়ীতে গ্যাস সংযোগও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দুরীকরন সহ নানা উদ্যোগ নিবেন বলে প্রতিশ্রুতি দেন।