বেগমগঞ্জে অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গ্লোব ফ্যাক্টরির সামনে অগ্নিকান্ডে ৩টি দোকান ভূষ্মিভূত হয়েছে। বুধবার বিকালে এই অগ্নিকান্ড ঘটে।
জানা গেছে, বিকালে গ্লোব ফ্যাক্টরির সামনে নিজামের তুলার গোডাউনে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনীর ফায়ার সার্ভিসের কর্মী এসে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই নিজামের তুলার ফ্যাক্টরীসহ পাশ্ববর্তি ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
চৌমুহনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মাহবুবে এলাহী জানান, অবস্থা দেখে মনে হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরুপন করে পরে বিস্তারিত বলা যাবে।