নৌকার জন্য ভোট চাইলেন ওবায়দুল কাদেরের সহধর্মীনি
কবিরহাট প্রতিনিধি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী কবিরহাট উপজেলার ০৪নং ঘোষবাগ ইউনিয়নের লেদু কোম্পানীর হাট সংলগ্ন লেদু কোম্পানীর বাড়ীতে নারীদেরকে নিয়ে উঠান বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সহধর্মীনি ইসরাতুন্নেছা কাদের। সোমবার বিকাল ৫ ঘটিকায় সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সোহেলের আয়োজনে ও কেন্দ্র কমিটির আহবায়ক হাজী রুস্তম আলী মাস্টারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ইসরাতুন্নেছা কাদের সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলেধরেন এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি। উক্ত উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, জেলা আওয়ামী লীগ সদস্য রেজাউল হক শাহিন, উপজেলা যুবলীগ সভাপতি আবু জাফর আবির, ঘোষবাগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ঘোষবাগ ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মাজহারুল ইসলাম সোহরাব, সহ স্থানীয় আওয়ামী ,যুব ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।