শেখ হাসিনার হ্যাটট্রিক জয়
ঢাকা বুরে্যা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার হ্যাটট্রিক জয় পেয়েছে সরকারি দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও শরিকদের ছাড়াই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী এই দল। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারও দায়িত্ব নিতে যাচ্ছেন সরকারপ্রধানের। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে এটাও হবে একটি রেকর্ড। বিএনপি ও তাদের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে পুননির্বাচনের দাবি জানিয়েছে। ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দলের ৯৬ প্রার্থী ভোট গ্রহণ শেষের আগেই ভোট বর্জনের ঘোষণা দেন।
গতকাল শেষ রাতে ২৯৯ আসনেরই বেসরকারি ফল পাওয়া যায়। এতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। এর মধ্যে আওয়ামী লীগ ২৫৯, জাতীয় পার্টি ২০, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ও বিকল্পধারা দুটি করে আসন পেয়েছে। জেপি (মঞ্জু) পেয়েছে একটি আসন। চারটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তবে তাদের তিনজনই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সমর্থিত। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে মাত্র ৭টি আসন। এর মধ্যে বিএনপি পাঁচটি ও গণফোরামের দুটি আসন রয়েছে।