নোয়াখালীতে ঐক্য পরিষদের কার্যকরী পরিষদ কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।
কার্যকরী কমিটিতে সর্বসম্মতিক্রমে আবদুর রশিদকে সভাপতি ও শাহ মোহাম্মদ এমাম হোসেনকে সেক্রেটারী মনোনীত করা হয় এবং ঐক্য পরিষদের অফিস নির্বাচন করা হয়। এটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নোয়াখালী ইউনিট অফিসে অস্থায়ী ভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে। অদ্য ২৭ শে ডিসেম্বর ২০১৮ তারিখ, বিকাল ৪ ঘটিকায় ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আবদুর রশিদের সভাপতিত্বে সভায় কমিটির সকল সদস্য প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণ করেন। সভাপতি ও সেক্রেটারি তাদের আলোচনায় বিগত দিনে নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের সহিংসতার উদাহরণ তুলে ধরেন। আগামী নির্বাচনে যাতে সকল ধর্মাবলম্বী লোকজন নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে সকল ধর্মের নেতাদের আহ্বান করেন। সভাপতি তার আলোচনায় বলেন, এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা সকলে কাঁধে কাঁধ রেখে কাজ করে যেতে হবে তাহলেই আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পরবো। তিনি আরো বলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠতার এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্র্রিস্টান একত্রে কাজ করা খুব সহজ বিষয় নয়, তবুও আমরা একত্রে এগিয়ে যাব। যে কোনো বাধা একসাথে মোকাবেলা করব এ প্রত্যয় ব্যক্ত করে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।