সোনাইমুড়ীতে নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে হাসপাতালে এমপি ইব্রাহীম
সোনাইমুড়ী প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে আওয়ামীলীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম। মঙ্গলবার বিকেলে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের খোঁজ-খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য তাদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সদস্য ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সদস্য শামছুল হক, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা শাহ আলম, ইউপি চেয়ারম্যান মিরন অর রশিদ, আলমগীর হোসেন চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিরন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন প্রমুখ। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সোনাইমুড়ীর বিভিন্ন ভোট কেন্দ্রে বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। এতে কেন্দ্রীয় যুব মহিলা লীগ সদস্য নাদিয়া নারগিছ চৌধুরীসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।