ফেনীতে ২ মাদক ব্যবসায়ী নিহত
ফেনী প্রতিনিধি: ফেনীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র্যাব। সিলোনিয়া এলাকায় কাভার্ডভ্যান থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুই মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি ও ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।