বেগমগঞ্জে নিহত আনসার সদস্যের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই লক্ষ টাকা প্রদান
স্টাফ রিপোর্টার: ভোটের দিন নোয়াখালীর বেগমগঞ্জের তুলাচারা ভোট কেন্দ্রে বিএনপি-জামায়াতের হামলা ঠেকাতে গিয়ে খুন হওয়া আনসার সদস্যের পরিবারকে বুধবার নোয়াখালী জেলা প্রশাসক এর পক্ষ থেকে দুই লক্ষ টাকার চেক প্রদান করা হয়। নোয়াখালী জেলা প্রশাসকের দপ্তর সূত্রে জানা যায়,গত ৩০ ডিসেম্বর নির্বাচন চলাকালে নোয়াখালী-৩, বেগমগঞ্জ আসনের তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনসার সদস্য ণুরনবী হেঞ্জু দ¦ায়িত্বরত থাকাবস্থায় বিএনপি-জামায়াতের স্বশস্্র ক্যাডাররা অতর্কিতভাবে ভোট কেন্দ্রে হামলা করে ভাংচুর ও নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় বাধা দিলে হামলাকারীরা গুলি করে তাকে খুন করে। নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস বুধবার খুন হওয়া আনসারের পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমীন জানান, এর আগে মামুনুর রশীদ কিরণ এমপি নগদ এক লক্ষ টাকা, আনসার ব্যাটালিয়নের মহাপরিচালক নিজ তহবিল থেকে এক লক্ষ টাকা প্রদান করেন। এছাড়া আনসার ব্যাটালিয়নের পক্ষ থেকেও পাঁচ লক্ষ টাকা ও নির্বাচন কমিশন থেকে পাঁচ লক্ষ টাকার অনুদান দেয়ার ঘোষনা দেয়া হয়।