কমলনগরে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ভবনের পাশে নিমার্ণাধীন ভবনে বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
কমলনগর ইউএনও মো. ইমতিয়াজ হোসেন জানান, ২০১৮ সালের নভেম্বর মাসে প্রথম তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন করেন। তিনি আরও বলেন, আগে উদ্বোধন হলেও আনুষ্ঠানিক কার্যক্রম এখন থেকে চালু রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী অফিসার মো. রফিকুল জানান, উপজেলা ফায়ার সার্ভিস অফিসে নয় জন সদস্য জনবল নিয়ে কার্যক্রম চালু করেছি। আরও জনবল আসবে। কমলনগরে যেকোন সমস্যা সমাধানে ফায়ার সার্ভিস মুখ্য ভূমিকা রাখবে।