সেই গৃহবধুর পাশে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার
সুবর্ণচর প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান দেখতে যান। এ সময় তিনি এই ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়ে বলেন, সরকার ভুক্তভোগীর চিকিৎসা, নিরাপত্তা সহ পরো ঘটনাকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে। তবে, এই ঘটনাকে পুঁজি করে কেউ যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে গণমাধ্যমে সতর্ক থাকার আহবান জানান তিনি।