রামগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জের নারায়নপুরে রোববার দুর্বৃত্তদের হামলায় এক যুবক আহত হয়েছেন।
আহত জসিম উদ্দিন ইছাপুর ইউপির উত্তর নারায়নপুর গ্রামের আটিয়া বাড়ির লোকমান হোসেনের ছেলে। সে পেশায় দিন মজুর। এ ব্যাপারে আহত জসিম উদ্দিনের মা শাসসুর নাহার জানান,
রোববার সকালে জসিম আমাকে হাসপাতাল থেকে দেখে বাড়ির ফেরার সময় বাড়ির সামনে পৌছামাত্র দুর্বত্তরা তার উপর হামলা চালায়। এতে জসিম গুরুত্ব আহত হয়। তৎক্ষাণিক গ্রামের লোকজনের সহযোগিতায় জসিমকে সরকারী হাসপাতালে ভর্তি করেছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন লিটন বলেন, জসিমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়।
রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।