সেনবাগে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুৎ সংযোগ দিচ্ছে পল্লী বিদ্যুতের আলোর মিছিলের কর্মীরা
সেনবাগ প্রতিনিধি: “ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনার উদ্যোগ” এই শ্লোগানকে ধারণ করে নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতি উদ্যোগে “আলোর মিছিল” নামক একটি প্রকল্প হাতে নিয়েছে। ওই প্রকল্পের আওয়াতায় সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির আলোর ফেরীওয়ালা কর্মীরা বিদ্যুৎ বিহীন বাড়ি ঘরে গিয়ে তাৎক্ষনিক এক হাজার বিদ্যুৎ গ্রাহককে সংযোগ দিচ্ছেন। গতকাল রোববার(৬জানুয়ারী) সকালে উপজেলা শায়েস্তানগর ও আজিজপুর গ্রামের “আলোর মিছিল” প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন-সেনবাগ ফাওয়ার ইউজ কো-অডিনেটর (পিইউসি) মোঃ আবুল হাসনাত খান। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির হিসাব রক্ষক মোঃ ফজলুল হক, সহকারী এনফেয়ারম্যান্ট কো-অডিনেটর আশিকুল ইসলাম, ওয়ারিং পরিদর্শক আনোয়ার হোসেন, লাইনম্যান বেলাল হোসেন ও সাদ্দাম হোসেন এবং সেনবাগ প্রেসক্লাবে সহসাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী। কর্মকর্তারা জানান,আগামী একমাসে সেনবাগ উপজেলায় পর্যায়ক্রমে ১হাজার গ্রাহককের বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষনিক ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। তাৎক্ষনিক ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি গ্রাহকরা। তারা প্রতিক্রিয়ায় জানান,দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেও বিদ্যুৎ পাননি। কিন্তু আজ পল্লী সমিতির কর্মীরা তাদের বাড়িতে এসে খোজ নিয়ে মাত্র ২০ মিনিটের মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে তারা দারুন খুশি। এই জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ঠ্য সকলকে ধন্যবাদ জানান।