বেগমগঞ্জে হামলা ভাংচুর, লুটপাট, মহিলাসহ আহত ৪
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কিছমত আবদুল্যাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ অন্তত ৪ জন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ।
জানা যায়, ওই গ্রামের আবদুর রহিমের স্ত্রী আয়েশা আক্তারদের মালিকীয় সম্পত্তির উপর একটি নতুন ঘর নির্মাণ করার জন্য মালামাল মজুদ করে রাখেন। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে একই বাড়ির সামছল হক এর নেতৃত্বে মুখোসধারী একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা ঘরটি ভাংচুর ও ঘরে মজুদ থাকা নির্মাণ সামগ্রী লুট করতে থাকে। এতে বাধা দিলে অস্ত্রধারীরা আয়েশা আক্তার (৩৭) সহ তিন জনকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় আয়েশা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর থানার এস.আই শহিদ উল্যাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেননি তিনি।