র্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজি বাজার এলাকা থেকে চাঞ্চল্যকর সুলতান মাহমুদ সোহাগ (৩৫) হত্যা মামলার থানায় দায়েরকৃত এজাহারভূক্ত ০৮ নং আসামী এবং একই মামলার আদালতে দায়েরকৃত ০২ নং আসামী মোঃ আবুল কালাম মাছ কালাম (৪৮) কে গ্রেফতার করেছে লক্ষ্মীপুর ক্যাম্পের র্যাব-১১। এসপি নরেশ চাকমা এর নেতৃত্বে উক্ত গ্রেফতার অভিযান পরিচালিত হয়। আভিযানিক দলটি গোয়েন্দা সুত্রে জানতে পারেন যে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন হাজী বাজার এলাকায় আসামী মোঃ আবুল কালাম @ মাছ কালাম (৪৮), পিতাঃ মৃত শামসুল হক, সাং-শ্রীধরপুর, থানাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালীতে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করে হেফাজতে নেয়। পিবিআই এবং মামলার বিবারণ সূত্রে জানা যায় যে, উক্ত আসামীসহ তার দল আমানতপুর সাকিনস্থ বায়তুন নূর জামে মসজিদের সামনে প্রকাশ্য দিবালোকে সুলতান মাহমুদ @ সোহাগ (৩৫) কে ফিল্মি স্টাইলে কুপিয়ে হত্যা করে। বাদী থানায় হত্যা মামলা দায়ের করে কিন্তু থানা পুলিশ কোন রহস্য উদঘাটন ও কোন আসামী গ্রেফতার করতে না পারায় পরবর্তীতে মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন বুরে্যার (পি.বি.আই) কাছে হস্তান্তর করা হলে এখনো পর্যন্ত তারাও কোন আসামী গ্রেফতার করতে সক্ষম হয় নাই। র্যাব-১১, সিপিসি-৩ উক্ত হত্যা মামলার আসামী গ্রেফতার করতে সক্ষম হয় যার প্রেক্ষিতে পরবর্তীতে মামলাটি তদন্তকারি কর্মকর্তা অন্যান্য আসামীদের গ্রেফতার করতে এবং মামলার রহস্য উদঘাটটে সক্ষম হবে বলে পিবিআই এবং গোয়েন্দা সূত্রে জানা যায়। উক্ত আসামী মামলা রুজুর পর থেকে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক অবস্থায় বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সাধারণ ডায়রীমূলে পুলিশ পরিদর্শক তৌহিদুল আনোয়ার পি.বি.আই ইউনিট, নোয়াখালীতে হস্তান্তর করা হয়েছে।