চৌমুহনী পৌর সভার সাথে বি.এম.ডি.এফ’র চুক্তি স্বাক্ষর
প্রতিনিধি: নোয়াখালীর প্রথম শ্রেণীর চৌমুহনীর পৌরসভার সাথে বি.এম.ডি.এফ এর চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার বিকালে পৌর কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, বি.এম.ডি.এফ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, পৌর সচিব মোঃ কাইউম উদ্দিন, ইঞ্জিনিয়ার জাকির হোসেনসহ পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে চৌমুহনী এলাকায় উন্নয়ন কাজ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল জানান, এই চুক্তি চৌমুহনী পৌরসভার উন্নয়নে আরো একটি মাইল ফলক। এর মধ্যমে পৌর পার্ক ও বাস টার্মিনাল নির্মাণসহ আরো কিছু উন্নয়ন কাজ করা হবে। যা পৌরবাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী ছিলো।