সুবর্নচরে ফের কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সুবর্নচরে ফের লিমা দাস(২০) নামের এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুুপুরে পুলিশ নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে । নিহত লিমা উপজেলার চরআমানউল্যা গ্রামের স্বপন মার্কেট এলাকার লিটন চন্দ্র দাসের মেয়ে ও সৈকত ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অনার্স(সম্মান) এর ৩য় বর্ষের ছাত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, কয়েক দিন আগে লিমা একটি এনজিওতে চাকরী নেয়। এর পর তার বাবা-মা তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করে। এ নিয়ে তাদের পরিবারে মনো-মালিন্য চলছিলো। শুক্রবার সকালে লোকজন ঘরের আড়ার সাথে লিমার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চরজব্বর থানা পুলিশ দুপুরে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরিবারের লোকজনের বরাত দিয়ে চরজব্বর থানার ওসি এনামুল কবির জানান, লিমার মৃত্যু রহস্য জানতে মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না আসায় আপাতত থানায় ইউডি মামলা হবে। তবুও আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।