আতাউর রহমান ভূঁইয়া মানিক বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান
সোনাইমুড়ী প্রতিনিধি: সোনাইমুড়ীতে আতাউর রহমান ভূঁইয়া (মানিক) বৃত্তি পরীক্ষা-২০১৮ এর সনদ ও সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তমা গ্রুপ চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা আতাউর রহমান ভূঁইয়া মানিক। আতাউর রহমান ভূঁইয়া কলেজের সভাপতি হাজী মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, আরবি সী ল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ভূঁইয়া, ভ্যাটিকান সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আজম পিন্টু, চৌমুহনী সরকারী এস এ কলেজের সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল খন্দকার, কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আতাউর রহমান ভূঁইয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন। কাশিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য হাশেম রেজা, বারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইয়াসিন মাস্টার, সাধারণ সম্পাদক শামসুল আলম, যুবলীগ সাধারণ সম্পাদক এম এ কাশেম দুলাল, ছাত্রলীগ সভাপতি মোঃ আজমল হক, সাধারণ সম্পাদক রাসেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে (৩য়-১০ম শ্রেণীর) ৯২ জন শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।