নোয়াখালীতে সবজির দাম স্বাভাবিক
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বাজারে শীতকালীন সবজি মিলছে। পর্যাপ্ত যোগান থাকায় এর দামও স্বাভাবিক রয়েছে। স্বস্তিতে ক্রেতা-বিক্রেতারা। গতকাল চৌমুহনী বাজার, মাইজদী বাজার, সোনাইমুড়ী, উপজেলার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলেন, শীতকালীন সবজির বিপুল সমারোহ রয়েছে। দাম স্বাভাবিক থাকায় বিক্রেতাদের পাশাপাশি খুশি ক্রেতারা। প্রতি কেজি টমেটো ও শিম প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪০ টাকা। এছাড়া বরবটি ৬০ টাকা, গাজর ৩০ টাকা, ফুলকপি ২০ টাকা, পাতা কপি ১৫ টাকা, বেগুন ৩০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, করলা ৫০ টাকা, মূলা ১৫ টাকা, খিরা ২৫ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কলা প্রতি হালি ৪০ টাকা, শিমের বিচি ৮০ টাকা, শালগম ২০ টাকা, ধনিয়া পাতা ৬০ টাকা, পেঁপে ২০ টাকা, শসিন্দা ৫০ টাকা, লেবু হালি ৩০ টাকা ও পেয়াজের শাস ১৫ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা এমরান উদ্দিন বলেন, শীতের সবজির সরবরাহ বেশি। ফলে দাম সহনীয় আছে। চৌমুহনী বাজারের বিক্রেতা বাহার উদ্দিন বলেন, শীতের সবধরনের সবজি এখন বাজারে ভরপুর। তাই দাম তুলনামুলক অনেক কম। আশা করি আগামী দুই একদিনের মধ্যে দাম আরো কমে যাবে।