বেগমগঞ্জে ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারনা চেষ্টা!
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের মোবাইল নাম্বার ক্লোন করে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কল করার মাধ্যমে প্রতরণার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন (ঁহড় নবমঁসমড়হল) নামের অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে সর্বসাধারনকে সর্তক করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, শনিবার দুপুরে একটি প্রতারকচক্র আমার অফিসিয়াল মোবাইল নাম্বারটি ক্লোন করে কুতুবপুর ইউনিয়নের মীর আহাম্মদ পুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে সরকারী ভাবে প্রতিষ্ঠানের জন্য একটি ল্যাপটপ প্রদানের কথা বলে ৮ হাজার টাকা দাবি করে। টাকা পাঠানোর জন্য অধ্যক্ষকে একটি বিকাশ নাম্বারও দেওয়া হয়। বিষয়টি অধ্যক্ষের সন্দেহ হলে তিনি বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করেন । পরে উপজেলা শিক্ষা অফিসার আমাকে জানালে প্রতারণার বিষয়টি প্রকাশ পায় ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিকাশের ওই নাম্বারসহ বেগমগঞ্জ মডেল থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন।