সেনবাগে ভয়াবহ অগ্নিকান্ড
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় চার পরিবারের ৩টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৪লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর । পুড়ে যাওয়া ঘরগুলো হচ্ছে: ওই বাড়ির হুমায়ুন কবির, আবুল হাসেম ও ছালে উদ্দিনের। ওই অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম কমান্ডারের গোপালপুরস্থ গ্রামেরর বাড়ীতে। আগুন জ¦লতে দেখে আশপাশে^ শতশত লোকজন আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায়। কিন্ত ততক্ষনে ওই বসত ঘরগুলো এবং ঘরে থাকা হাস,মুরগি পুড়ে সম্পুর্ন ছাঁই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি জানায়, তিনি ঘটনার খবর শুনে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেন। তবে কি ভাবে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনী।