কোম্পানীগঞ্জে বিদেশী অস্ত্র ইয়াবাসহ গ্রেফতার ২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই ইয়াবা (ট্যাবলেট) ব্যবসায়ী বিদেশী পিস্তলসহ গ্রেফতার।
১২ জানুয়ারি শনিবার রাত ৯টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির পিছনের দীঘির পাড় থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৬৫পিস ইয়াবা,১টি বিদেশী পিস্তল,১টি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করে। গ্রেফতারকৃত জাকির হোসেন বেচু (৪০), চরপার্বতী ২নং ওয়ার্ডের মকুল আহমদ’র ছেলে, হাসান আলী ওরফে বাঘা মানিক (৪৩),চরপার্বতী ২নং ওয়ার্ডের আবদুল হাই’র ছেলে। তারা এলাকায় চিহিৃত মাদক কারবারি হিসেবে পরিচিত। হাসান আলী ওরফে বাঘা মানিকের নামে থানায় আরও দুটি মাদক মামলা রয়েছে। কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আনোয়ার, উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জহির, উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো.জসিম উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে অস্ত্রও ইয়াবাসহ গ্রেফতার করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো.জসিম উদ্দিন’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।