কোম্পানীগঞ্জে ঘরের তালা ভেঙ্গে ২২ ভরি অলংকার চুরি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাজী পাড়ার আমেরিকা প্রবাসী সোহাগা লাকীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময়, চোরের দল নগদ প্রায় ২ লক্ষ টাকা,২২ভরি অলংকার লুট করে নিয়ে যায়। বাড়ির মালিকের ভাই মিজানুর রহমান রাসেদ জানান, বাড়ির মালিক বর্তমানে আমেরিকা,মা ঢাকা অবস্থান করছে,বাড়িতে গত রাতে কেউ ছিলনা,এ সুযোগে ডাকাত দল বিল্ডিং ঘরের দরজা ভেঙ্গে নগদ ২লাখ টাকা,২২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। তবে তিনি দাবি করেন, চুরি নয় ডাকাতি হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অফিসার ইনচার্জ (ওসি)’র দায়িত্বে থাকা, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান’র মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।