বেগমগঞ্জে ডাক্তারদের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ডাক্তারদের উপর হামলা, নির্যাতন ও প্রাণ নাশের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন ডাক্তাররা। মঙ্গলবার বিকালে চৌমুহনীর পাবলিক হলে চৌমুহনী ডক্টর’র সোসাইটির উদ্যেগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ডা: শাহাব উদ্দিন, সভাপতি ডা: আবু নাসের, সহ-সভাপতি ডা: আবু তাহের, সাধারণ সম্পাদক ডা: নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস, সহ-সাংগঠনিক সম্পাদক ডা: দিপন চন্দ্র মজুমদার, বিজ্ঞান বিষয়ক সম্পদাক ডা: আবদুল আউয়াল, সমাজসেবা বিষয়ক সম্পাদক ডা: শরিফুল ইসলাম প্রমূখ ।
বক্তারা বলেন, চিকিৎসকরা মানুষ, তাদেরও ভূল হতে পারে। কেউ ভূল করলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। আইন নিজেদের হাতে তুলে না নিতে অনুরোধ জানানো হয় এবং চিকিৎসার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে অনুরোধ করা হয়।