বেগমগঞ্জে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর কিশোরী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওয়াত দুই দিনব্যাপী শিশু মেলরা উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে চৌরাস্তার কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তন্ময় দাস।
এ সময় বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা, বেগমগঞ্জ মডেল থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোস্তফা জাবেদ কায়সার ও চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।
জেলা তথ্য অফিসের আয়োজনে ও বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় এই মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার কয়েকটি স্টল ঘুরে দেখেন ও শিশু শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী যন্ত্র দেখে মুগ্ধ হয়।