চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টি পর্যন্ত চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় নির্ধারিত কক্ষে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ১৪০৭ এর মধ্যে ১১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।
নির্বাচিতরা হলেন মো. আবুল কালাম, আলমগীর হোসেন, মো. রাজু মিয়া, কাজী আলাউদ্দিন। সংরক্ষিত নারী আসনে ফারহানা ইয়াছমিন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মঈন উদ্দীন (দাতা সদস্য), সাধারণ শিক্ষক সদস্য পদে মো. জহিরুল ইসলাম (রতন), মো. মাঈন উদ্দিন, আন্জুমানারা বেগম (সংরক্ষিত নারী শিক্ষক সদস্য)। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ মোল্লার নেতৃত্বে ২০ জন পুলিশ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সাত্তার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানান।