বেগমগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ২
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় হিমাচল সার্ভিসের যাত্রীবাহী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে দুই নারীসহ চারজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আরো দুইজন। সোমবার দুপুর আড়াইটার দিকে সোনাইমুড়ি-চৌমুহনী সড়কের মিরওয়ারিশপুর এলাকার রাশেদিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই নারীর নাম লাভলী আক্তার ও নুর জাহান বলে জানা গেলেও অন্যান্যদের নাম পরিচয় এখনও বিস্তারিত পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল সার্ভিসের যাত্রীবাহী একটি দ্রুতগামি বাস সোনাইমুড়ি থেকে চৌমুহনীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় আরো পাঁচজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক এক নারী তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসাইন মোল্লা সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহতের কথা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, মিরওয়ারিশপুর রাশেদিয়া মাদ্রাসার সামনে এর আগেও সড়ক দূর্ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থীসহ একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। দূর্ঘটনা রোধে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার সামনে স্প্রিডব্রেকার নির্মাণের দাবী জানান।