বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জানাযা মানুষের ঢল
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালী সেনবাগের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম গত বুধবার বিকেল চারটা ত্রিশ মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহি রাজেউন। তিনি দীর্ঘ দুই মাস যাবত বিভিন্ন জটিল শারীরিক সমস্যা নিয়ে চিকিৎ্সাধীন ছিলেন। বিশেষ করে ডায়াবেটিস,উচ্চ রক্ত চাপ,পায়ের ইনফেকশন, কিডনি সমস্যা সহ অনেক ধরনের শারীরিক সমস্যা ি নিয়ে নোয়াখালী, রাঙ্গামাটি ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন ধরনের জটিল শারীরিক সমস্যার কারনে সব ধরনের চিকিত্সা ব্যর্থ হয়।পরে গত বৃহস্পতিবার সকাল দশটার সময় তার নিজ গ্রাম নোয়াখালী সেনবাগের লালপুরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় মুক্তিযোদ্ধা ,ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ এলাকার সর্বস্তরের জনগণ অংশ গ্রহণের মাধ্যমে প্রচুর মানুষের ঢল নামে । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আবদুল ওহাব সহ অন্যান্য কমান্ডবৃন্দ। সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সেনবাগ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।