সেনবাগে পথে পথে আলোর ফেরিওয়ালা
সেনবাগ প্রতিনিধি: “ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগ” এই শ্লোগানকে ধারণ করে নোয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতি উদ্যোগে আলোর ফেরিওয়ালা উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়ি বাড়ি হাট বাজারে গিয়ে বিদ্যুত বিহীন দোকান পাট ও বাড়িঘরে সংযোগ দিচ্ছেন। সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের আওয়াধীন আলোর ফেরিওয়ালা কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন ভাবে তাৎক্ষনিক ভাবে ফরম পুরন করে সংযোগ দিচ্ছন। ঝামেলা বিহীন সংযোগ পেয়ে দারুন খুশি অত্র উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। বুধবার দুপুরে উপজেলা বীজবাগ ইউনিয়নে মজুমদারহাট খলিল ও মিয়ারহাটে ওই সংযোগ দেওয়া হয়। এর আগে শায়েস্তানগর ও আজিজপুর গ্রামের অনুরুপ সংযোগ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ারিং পরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস, লাইন টেকনিশিয়ান সামছুল আলম, লাইনম্যান গ্রেড-১ মনিরুল ইসলাম, বাজার কমিটির সেক্রেটারী সাহাব উদ্দিন, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আশ্রাফুজ্জামান মোহন, ইলেকট্রিশিয়ান সাহাব উদ্দিন ও বিদ্যুৎ গ্রাহকরা। এ ব্যাপারে সেনবাগ উপজেলার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) জানায় আলোর ফেরীওয়ালা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাৎক্ষনিক ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রদান করছে। তাৎক্ষনিক ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশি গ্রাহকরা। দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেও বিদ্যুৎ পাননি। কিন্তু আজ পল্লী সমিতির কর্মীরা তাদের বাড়িতে এসে খোজ নিয়ে মাত্র ২০-৩০ মিনিটের মধ্যে বিদ্যুৎ সংযোগ পেয়ে তারা দারুন খুশি। এই জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ঠ্য সকলকে ধন্যবাদ জানান।