চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
সেনবাগ প্রতিনিধি: সেনবাগের সরকারী আশ্রায়ন প্রকল্পের বিনা মূল্যের নির্মান করা বসতঘরের মালিক অসহায় বিবি হালিমার নিকট স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার ফিরোজ আলম ১০ হাজার টাকা চাদাবাজীর প্রতিবাদ করায় মোঃ দুলাল নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা অভিযোগ ওঠেছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১১ টার উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিন রাজারাপুর গ্রামে। এরআগে মেম্বারের চাঁদাবাজীর ঘটনায় ভূক্তভোগী মহিলা বিবি হালিমা বিষয়টির প্রতিকার চেয়ে নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলো। হাসপাতালে চিকিৎসার্ধীন দুলাল জানান, উপজেলার হরলদীঘির পাড়ে রিক্সাচালক মাবুল হকের স্ত্রী বিবি হালিমাকে আশ্রায়ন প্রকল্প থেকে এক লক্ষ টাকা ব্যয়ে বিনামূল্যে উপজেলা প্রশাসন একটি ঘর করে দেয়। কিন্তু স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার আওয়ামীলীগ নেতা ফিরোজ ওই ঘরটি তিনি এনে দিয়েছেন এ দাবী করে হালিমার নিকট ১০ হাজার টাকা চাঁদাদাবী করেন। গরীব অসহায় রিক্সাচালকের স্ত্রী বিষয়টি স্থানীয় লোকজন কে জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে মেম্বার ফিরোজ সহ তার ক্যাডার বাহিনী । এরপর হালিমাকে দেখে নিবে বলে হুমকি দমকি দেয় মেম্বার। নিরুপায় হয়ে গত ১২ই জানুয়ারী বিবি হালিমা চাঁদাবাজির বিষয়টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসার কে জানালে। নির্বাহী অফিসার বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। এতে ইউপি মেম্বার ফিরোজ প্রতিবাদকারী দুলালেকে সন্দেহ করে এবং সোমবার রাতে ফিরোজের নেতত্বে পারভেজ, সুমন রবিন, মন্নান সহ ১০/১২ জন সন্ত্রাসী দুলালকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এসময় তারা বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরন ঘটিয়ে পুরো এলাকায় আতংক সৃষ্টিকরে তারা পালিয়ে যায়।
এব্যাপারে অভিযুক্ত মেম্বারের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে ০১৮৭৮৫৬৫৩৬৬ নাম্বারে একাধিক বার কল করা হলেও ফোনটি রিসিভ করা হয়নি। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রুহুল আমিন ভূঁইয়াম মঙ্গলবার বিকেলে গনমাধ্যমকে জানান, অপরাধী যেই হোক তাদের আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেনবাগ থানার ওসি মিজানুর রহমান বলেন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা নেয়া হবে।