কমলনগরে সম্পত্তি জবর দখলের পাঁয়তারা, হুমকির অভিযোগ
প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমল নগর উপজেলার চর বসু গ্রামের সুফি আহম্মদের সম্পত্তি জোর পূর্বক দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ভূমিদস্যুরা সুফি আহম্মদকে নানা ভাবে হুমকি দিচ্ছে।
সরেজমিন গিয়ে জানা যায়, চরবসু গ্রামের সুফি আহম্মেদ ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারী রামগতি সাব রেজিষ্ট্রি অফিসে রেজিঃকৃত ৫৭২নং সাব কবলা দলিলমূলে ১ একর ৬০ শতাংশ সম্পত্তি আবদুল হকদের কাছ থেকে ক্রয় করেন। বর্তমানে সম্পত্তিগুলোতে ঘর বাড়ি, দোকান পাঠসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। কিন্তু কয়েক মাস ধরে একই গ্রামের আবদুস সোবহানের পুত্র বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের হোতা আবদুর রব ও পার্শ্ববর্তী নোয়াখালী সদর উপজেলার শুল্লুকিয়া গ্রামের লেদু মিয়ার পুত্র মুমিনুল হকসহ একদল ভূমিদস্যু উক্ত সম্পত্তি দখলের জন্য নানা ভাবে পায়তারা করছে।
ভূক্তভোগী সুফি আহম্মেদ জানান, এর আগে ভূমিদস্যুরা আমার সম্পত্তি দখল করতে চাইলে আমি আদালতে মামলা করি। আদালত কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে রায় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আরো বেপরোয়া হয়ে আমার সম্পত্তি জোর পূর্বক দখলের চেষ্টা ও হত্যার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন।