বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়ী
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের ১১ তম আসরের নোয়াখালী ভেন্যুর খেলা বৃহস্পতিবার থেকে শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হয়েছে। বিকেল তিনটায় খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তন্ময় দাস সহ জেলা ক্রীড়া সংস্থা ও নোয়াখালী ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নোয়াখালী ভ্যানুর প্রথম দিনের খেলায় টিম বিজেএমসিকে ১-০ গোলে পরাজিত করেছে সাইফ স্পোটিং ক্লাব। বিকাল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধের ৩৭ মিনিটে সাইফ স্পোটিং ক্লাব লিমিটেডের রাশিয়ান ফরোয়ার্ড ২৪ নাম্বার জার্সি পরিহিত ড্যানিস ভলসাকভ একমাত্র জয়সূচক গোলটি করেন।
এ ভেন্যুর প্রথম খেলায় সাইফ স্পোটিং ক্লাব লিমিটেড-টিম বিজেএমসিকে কোনো গোল করতে দেয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আক্রমন পাল্টা আক্রমনে উপভোগ্য হয়ে ওঠে। খেলার ৮৫ মিনিটে সাইফ স্পের্টিং ক্লাবের ৪ নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় আসাদুজ্জামান বাবলুকে ফাউলের জন্য লাল কার্ড দেন রেফারি।