নোয়াখালীর হাতিয়ায় দুই মন্ত্রীর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন
হাতিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম সকালে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
মন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে নামেন। সেখান থেকে তীব্র নদী ভাঙ্গনের শিকার নলচিরা ঘাট এলাকা পরিদর্শন করে সেখানে অপেক্ষমান নদী ভাঙ্গনে বসতঘর হারানো কয়েকশ নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরন করেন। দুপুরে দ্বীপ সরকারী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।