হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল
কবিরহাট প্রতিনিধি: নোয়াখালীর হাজিরহাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য এ.কে.এম মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সিনিয়র শিক্ষক মো: ইব্রাহিম খলিল, সিনিয়র শিক্ষক জিলকদুর রহমান, অভিভাবক সদস্য সেকান্দার মিয়াসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দগণ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের সভাপতি এ.কে.এম মোজাম্মেল হোসেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের ভয়াবহতা কথা স্মরন করিয়ে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।