সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রিড়া পুরষ্কার বিতরণ
সোনাইমুড়ী প্রতিনিধি: সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও পুরষ্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পালের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সাবেক চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, জেলা যুবলীগ সদস্য আবু সায়েম, উপজেলা যুবলীগ আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সুজন, এসএম তৌহিদ হাজারী, যুবলীগ নেতা আবদুর রহিম।
বিদ্যালয় শিক্ষক সাহাব উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শামছুদ্দিন, আওয়ামীলীগ নেতা জালাল আহমেদ, মোঃ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।