কবিরহাটে মাদক বিরোধী আলোচনা
কবিরহাট প্রতিনিধি: ‘এসো নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগান ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীর কবিরহাটে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কবিরহাট সরকারি কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শাহ কামাল ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক। বিশেষ অতিথি ছিলেন, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, কবিরহাট পৌরসভা মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান, কবিরহাট থানার ওসি মির্জা মো. হাছান প্রমুখ।