সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুলে ক্রীড়া ও পুরস্কার বিতরণ
সোনাইমুড়ী প্রতিনিধি: সোনাইমুড়ী রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও ক্বারী রমজান আলী মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ করা হয়। শনিবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও পরিচালক মোঃ মুনীরুল ইসলাম। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ হাছানুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সদস্য ভিপি নুরুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, পৌরসভার প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি খলিলুর রহমান, যুবলীগ নেতা নিজাম উদ্দিন নান্নু, উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন সুজন। অনুষ্ঠানে এসএসসি, জেএসসি, প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ ও বৃত্তি প্রাপ্ত ২৫ জন, মেধাবী শিক্ষার্থী ৩৯জন, ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ১৪৪ জনকে ক্রেস্ট ও পুরষ্কার প্রদান করেন অতিথিরা।