জাতীয় নিশান প্রতিবেদকঃ বিএনপির ডাকা হরতালের সমর্থনে নোয়াখালীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ককটেল বিস্ফোরণ,সড়কে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।শনিবার সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর পৌর বাজার সংলগ্ন প্রধান সড়কে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটে।বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ১০টার দিকে হঠাৎ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় পিকেটাররা। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ আসলে তারা পালিয়ে যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.