সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্র নেতা মো: আবদুল রউফ এর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ উঠেছে।
গতকাল ২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ক্ষমতাসীন আওয়ামীলীগের একদল পুলিশ সদস্যের বিরুদ্ধে আবদুল রউফের বাড়িতে আতর্কিত এই হামলার অভিযোগ উঠে।
এ সময় হামলাকারীরা মো: আবদুল রউফের পরিবারের সদস্যদের নানা ভাবে হুমকি দেয় এবং গালমন্দ করে। এ ঘটনার পর থেকে উদ্বেগ, উৎকন্ঠা ও আতঙ্কের মধ্যে রয়েছে মো: আবদুল রউফের পরিবারের সদস্যরা।
অভিযোগ রয়েছে, সাবেক ছাত্রনেতা ( ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক) মো: আবদুল রউফ বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের বিরুদ্ধে সত্য, মিথ্যা, ভূল তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী প্রচারনা, সমালোচনা ও অর্থ দিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহযোগীতা করে। সেই সাথে দেশ বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক সন্ত্রাসী কার্যক্রম করে। তার আদেশ ও ইশারায় এলাকায় অতীতে অনেক সন্ত্রাসী ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর আগে ২০১৬ সালের জুন মাসের দিকে তার বাড়িতে ক্ষমতাসীন ছাত্রলীগের কিছু ছেলে হামলা চালায়। ওই সময় পরিবারের সদস্যদের হুমকি, দমন ও অনেক গালমন্দ করে এবং মো: আবদুল রউফকে খুন, গুম, হত্যা করবে বলে হুমকি দেয়। ২০১৭ সালের এপ্রিল মাসের দিকেও মো: আবদুল রউফের বাড়িতে ক্ষমতাসাীন আওয়ামীলীগের কিছু ছেলে হামলা চালিয়ে হুমকি দেয়।
মো: আবদু রউফের পরিবারের সদস্যরা জানায়, ২০০৬ সালে মো: আবদুল রউফ চৌমুহনী সরকারী এস.এ কলেজে স্নাতক ২য় বর্ষে পড়া কিছু সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তখন তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব পালন করেন। একই বছরের জুলাই—আগষ্ট মাসের দিকে বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদল নেতা মো: আবদুল রউফ সহ কয়েকজন ছাত্রদল নেতাকে শারিরীক ভাবে ব্যাপক নির্যাতন করে। তখন তারা মো: আবদুল রউফের হাত ভেঙ্গে দেয় ও পুরো শরিরে রক্তাক্ত জখন করে। ২০০৭ সালের জানুয়ারী মাসের ১১ তারিখে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। ২০০৭—২০০৮ সাল এই দুই বছর বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিলো। যার ফলে ঐ সময়টা তিনি রাজনৈতিক ভাবে হামলা, মামলা, শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হননি। ২০০৯ সালের জানুয়ারী মাসে আওয়ামীলীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর একই বছরের অক্টোবরে মো: আবদুল রউফ দেশে ছেড়ে লন্ডননে (ইউকে) চলে যান। সাবেক এই ছাত্রনেতা বর্তমানে লন্ডননে(ইউকে) অবস্থান করছেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.