জাতীয় নিশান প্রতিবেদক: "প্রাক্তন ছাত্রছাত্রী - চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ " সংগঠনের উদ্যোগে বন্যাদুর্গতদের গত শুক্রবার সহায়তা প্রদানের আয়োজন করা হয়। চৌমুহনী কলেজ কেন্দ্রে আশ্রিত ৮৫০ বন্যার্ত মানুষকে মাথাপিছু মেহমানি ভোজ প্রদান করা হয়। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত দরিদ্র নবজাতক মা ও শিশুদের চিকিৎসা ও পরিচর্যার জন্য মাথাপিছু নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত দরিদ্র গর্ভবতী মায়েদের চিকিৎসা ও পরিচর্যার জন্য মাথাপিছু নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত দরিদ্র অসুস্থ বৃদ্ধ পুরুষ মহিলা ও প্রাক্তন ছাত্রছাত্রীদের ঔষধ খাদ্যসামগ্রীর জন্য মাথাপিছু নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। একটি আশ্রয় কেন্দ্রে যাতায়তের জন্য সাঁকো তৈরিতে আর্থিক সহায়তা করা হয়। কলেজে উক্ত আয়োজনে সংগঠনের পরিচালনা পরিষদের পক্ষ থেকে উপ্সথিত ছিলেন ডা: সুলতানা রাবেয়া খানম, মঞ্জুরুল আজিম সুমন, আমিরুল বাশার মান্না, সহ : প্রফেসর শাহিন আক্তার, নোমান আল হাসান লিটন, শারমিন সুলতানা, মোরশেদ আলম। সার্বিকভাবে ভাবে সমন্বয় করেন আনোয়ার শামস কিশোর, নুসরাত জাহান সুইটি, সফিউর রহমান তৌহিদ। তত্তাবধানে করেছেন- কলেজের প্রিন্সিপাল মঞ্জুরুল হক, কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক শফিক ও বিএনসিসির ছাত্রছাত্রী ভাইয়েরা। এই সংগঠনটি ২০২০ সাল থেকে বিভিন্ন ধরনের মানবিক এবং সামাজিক কাজ ও সেবা করে যাচ্ছে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.