জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জে ওয়াইফাই লাইনের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শান্ত চন্দ্র দাস বিপ্লব(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধায় উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাবিব উল্যাহ ব্যাপারী বাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত বিপ্লব সেনাবগ উপজেলার শ্রমিরমুন্সির হাট এলাকার ইয়ারপুর গ্রামের আমিন উল্যাহ কোম্পানী বাড়ির নেপাল চন্দ্র দাসের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ জাফর উল্যাহ স্বপন জানান, বিপ্লব ওয়াইফাই লাইনের কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.