জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট কেন্দ্রীয় জামে মসজিদ এর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একদল ভূগ্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ওই চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ জানা গেছে, সাবেক ৪২০২ দাগের (হাল দাগ ৯৯৪০)১৩.৫ শতক সম্পত্তি (দং নং-২৬০৭ তারিখ ১১/০৩/১৯৮১) মসজিদ ওয়াকফ এ্যস্টেটের ইসি নং-২৮৫০৬/নোয়া এর সম্পত্তিটি মসজিদের নামে। কিন্তু একই এলাকার ভূগ্রাসী সন্ত্রাসী আহছানউল্লা জাল দলিল সৃজন করে দীর্ঘদিন থেকে সম্পত্তিটি দখলের চেষ্টা করছে। এরি অংশ হিসেবে বিগত ১৮/১০/২০২৪ তারিখে আহছানউল্লা নেতৃত্বে, সবুজ, জসিম, শহীদ, নিজাম, সেকান্দর ও নবী সহ অজ্ঞাত আরো কয়েক জন মিলে হাতে দা, চুরি ও লাঠি সোটা নিয়ে মসজিদের মালিক ও ভোগ দখলীয় জায়গাটি জোর পূর্বক জবর দখলের লক্ষ্যে হামলা চালায়। তারা উক্ত জায়গায় অবস্থিত মসজিদ মার্কেটের বেড়া, পিলার, ২টি সাইনবোর্ড, ভিত্তি প্রস্তর ও সাবেক একজন সচিব নাম ফলক ভাংচুর করে প্রায় লাখ টাকার মতো ক্ষতি করে। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ১৯/১০/২০২৪ তারিখে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তদন্ত কর্মকর্তা শহিদুল উল্যাহ ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply