জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন দক্ষিণ খানপুর গ্রামের জয়নাল আবেদীন ও তার ছেলে সন্ত্রাসী রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র একই এলাকার বাসিন্দা বয়োবৃদ্ধ রহমত উল্যাহ ও তার স্ত্রী আম্বিয়া খাতুনের উপর হামলা করেছে। গত ০৬/১১/২০২৪ ইং তারিখ সকালে এই হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসী রুবেল তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিম রহমত উল্যাহ’কে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করে। এতে ভিকটিম রহমত উল্যাহর বাম পায়ে একাধিক ভাঙ্গা জখম হয়। একই সময়ে সন্ত্রাসী জয়নালের বড় ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন প্রঃ ইয়াবা জামালের হাতে থাকা লোহার রড দিয়া ভিকটিম রহমত উল্যাহ’র বুকের মধ্যে আঘাত করে। সন্ত্রাসী জামালের উক্ত আঘাতে ভিকটিম রহমত উল্যাহ’র বাম পাজরের দুটি হাড় ভেঙ্গে যায়। জখম প্রাপ্ত ভিকটিম রহমত উল্যাহ’কে সন্ত্রাসীদের কবল হতে বাঁচানোর জন্য তাহার স্ত্রী চেষ্টা করলে সন্ত্রাসী জয়নাল আবেদীনের ছোট ছেলে সন্ত্রাসী আক্তার জামান তার হাতে থাকা কাঠের বাটাম দিয়ে ভিকটিম আম্বিয়া খাতুনকে হত্যার উদ্দেশ্যে মাথার মধ্যে আঘাত করলে আম্বিয়া খাতুনের মাথায় মারাত্মক ফাটা ও রক্তাক্ত খুলি জখম প্রাপ্ত হয়। ভিকটিম আম্বিয়া খাতুন চিৎকার দিয়া মাটিতে পড়ে গেলে সন্ত্রাসী রুবেলের স্ত্রী নাসিমা আক্তার তার হাতে থাকা শক্ত উড়না দিয়া ভিকটিম আম্বিয়া খাতুনের গলার মধ্যে একাধিক পেচ দিয়া ভিকটিম আম্বিয়া খাতুনের মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্যে শ্বাসরোধ করে। এক পর্যায়ে সন্ত্রাসী জয়নাল আবেদীনের নির্দেশে সকল সন্ত্রাসীরা তাহাদের হাতে থাকা লোহার রড, লোহার সাবল, কাঠের বাটাম সহ ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ভিকটিমদের পুরো শরীলে মারাত্মক ও গুরুতর জখম করে।
উল্লেখ্য যে, সন্ত্রাসী, মামলাবাজ জয়নাল আবেদীন ও তার ছেলেরা পুরো এলাকার মানুষের নামে শতাধিক মিথ্যা মামলা দিয়ে নিরিহ এলাকাবাসীকে জিম্মি ও হয়রানী করে আসছে। এমতাবস্থায় সন্ত্রাসী জয়নাল আবেদীনের পরিবারের জুলুম অত্যাচার থেকে এলাকার মানুষ ম্ক্তু চায়। এ ঘটনায় অসহায় রহমত উল্যাহ ন্যায় বিচার চেয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
তবে এ বিষয়ে কথা বলতে সরেজমিন গেলেও অভিযুক্ত জয়নাল আবদীন ও তার ছেলে রুবেলকে পাওয়া যায়নি। তাদের ঘর তালা বদ্ধ দেখা যায়। ঘটনার পর থেকে তারা পালতক রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.