জাতীয় নিশান প্রতিবেদক: "সৃষ্টির সেবায়, স্রষ্টার সন্তুষ্টি" এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে সুধী সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাবের এপেক্স কেয়ার হাসপাতাল। এ উপলক্ষ্যে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা মাইজদী রোড আলীপুরে (এটিআই-এর দক্ষিণ পাশে) এপেক্স কেয়ার হসপিটালের হল রুমের সুধি সমাবেশ ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কর্তৃক পরিচালিত হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এপেক্সিয়ান প্রফেসর মিজানুর রহমান-এর স্বভাপতিত্বে ও এপেক্সিয়ান ইয়াছিন সুমন-এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আরমান হোসেন। এতে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান ডাঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান মাওলানা বোরহান উদ্দিন, ডি আই জি, পুলিশ স্টাপ কলেজ ও সিনিয়র ডিরেক্টিং স্টাপ ড. মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসিম কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ছালেহ আহমেদ সোহেল, এপেক্সিয়ান ডাঃ মোহাম্মদ শরীফুল ইসলাম, এপেক্সিয়ান ডাঃ এ এফ এম আমিনুল ইসলাম, মর্ডান ফুড এর স্বত্ত্বাধিকারী, মোঃ দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি নাসিমুল গণি চৌধুরী মান্না, বিশিষ্ঠ ব্যবসায়ী এস এম সওকে এলাহি রুমি, সাংবাদিক তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা ছালাউদ্দিন, খতিব গোলাবাড়িয়া জামে মসজিদ মাওলানা নজির আহমেদ, খতিব কাচারী বাড়ি জামে মসজিদ মাওলানা আব্দুল কবির, জেলা ছাত্র সমন্বয়ক মোঃ ফরাদুল ইসলাম, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও ছাত্র প্রতিনিধি আরমান চৌধুরী সহ অনেকে।
এই সময় হসপিটালের পক্ষ থেকে জানানো হয়, সেবার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এপেক্স কেয়ার হাসপাতালের যাত্রা। নোয়াখালীর মধ্যে উন্নততর চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, জনগণের জন্য উচ্চমান সম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এইছাড়াও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয় হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, এপেক্স কেয়ার হাসপাতালের ডিরেক্টর, বিশেষজ্ঞ ডাক্তার, এপেক্স ক্লাবের সদস্যবৃন্দ, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাসহ অন্যান্যরা।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.