জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৪ পুরস্কার ও প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে এম. এইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইসতিয়াক আহমেদ।
প্রধান বক্তা ছিলেন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা এবং এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার গোলাম মুর্তজা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম, আল হাদিস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান পিএইচডি গবেষক, ধামরাই শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা।
মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফাহিম হাসান খান, ফাউন্ডেশনের সহ সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান সহ সংগঠনের স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী, সমাজের সন্মানিত ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.