জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের হেমন্দ্র কবিরাজের বাড়িতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংখ্যালঘু অর্জুন দেবনাথের পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছে ওই সংখ্যালঘুর পরিবারের সদস্যরা।
জানা গেছে, হেমন্দ্র কবিরাজের বাড়ির হেমেন্দ্র দেবনাথের পুত্র অর্জুন দেবনাথের সাথে একই এলাকার রুস্তম হাজী বাড়ির মমিন উল্যাহর পুত্র আমির হোসেন বাবুলের সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। বিরোধীয় সম্পত্তিতে প্রতিপক্ষ আমির হোসেন বাবুল সিমেন্টের খুটি দিয়ে তার কাটার বেড়া দেয়। এতে বাধা দেওয়ায় গত ২৫ ডিসেম্বর সকালে আমির হোসেন বাবুলের নেতৃত্বে ছাদু মিয়ার বাড়ির মৃত আবদুল খালেকের পুত্র মো: রিপন ও মো: শিপনসহ একদল সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে অন্তত ৫ জনকে আহত করে। এরমধ্যে গুরুতর আহত অর্জুন দেবনাথের স্ত্রী অন্ত:সত্তা শিউলি রানী ভূমিক, বোন বকুল রানী ও মা চামেলী রানী নাথকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অর্জুন দেবনাথ বাদী হয়ে আমির হোসেন বাবুলের নেতৃত্বে ছাদু মিয়ার বাড়ির মৃত আবদুল খালেকের পুত্র মো: রিপন ও মো: শিপনকে আসামী করে বেগমগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করেছেন। এদিকে ঘটনার পর থেকে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে এই সংখ্যালঘু পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে।
এ বিষয়ে কথা বলতে অভিযোগ আমির হোসেন বাবুলসহ অন্যদের পাওয়া যায়নি। তাদের মোবাইলও বন্ধ পাওয়া যায়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.